অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস

- আপডেট সময় : ০১:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। ঝড়ে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলবর্তী এলাকার নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে বাংলাদেশ ঝুঁকিমুক্ত বলে জানাচ্ছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় ইয়াস ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে দেখা গেছে। এর প্রভাবে দেশের উপকূলে জোয়ারের উচ্চতা ৩ থেকে ৬ ফুট পর্যন্ত উঠতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ইয়াস উপকূলে আঘাত হানার সময় দেশের ১৪টি উপকূলীয় জেলা এবং চর ও দ্বীপে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এ পূর্বাভাস দিয়ে দেশের তিনটি সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। এদিকে, সারাদেশে নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।