অগ্নি দুর্ঘটনা রোধে কুড়িগ্রামে বাজার ও কাপড় মার্কেটে অভিযান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
অগ্নি দুর্ঘটনা রোধে কুড়িগ্রাম শহরের বিভিন্ন বাজার ও কাপড়ের মার্কেটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার। স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো মেয়াদউর্ত্তীর্ণ বিদ্যুতের তার, মিটারের কারণে দুর্ঘটনা হতে পারে কি না এবং অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা, তা অনুসন্ধান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। উপস্থিত ছিলেন, পৌরমেয়র কাজিউল ইসলাম, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম খলিল, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। অভিযানের সময় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার ও প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়।