অর্থ আত্মসাতের মামলায় প্রত্যাহার করে নেয়া হয়েছে ছাগলনাইয়ার এসআই আলমগীরকে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
অর্থ আত্মসাতের মামলায় প্রত্যাহার করে নেয়া হয়েছে ছাগলনাইয়ার এসআই আলমগীরকে। সোমবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো নোটিশে জানানো হয়, তাকে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে ১০ অক্টোবর এসএটিভিতে সংবাদ পরিবেশন করা হয়েছিল।
ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আলমগীরের বিরুদ্ধে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা পুলিশ হেডকোয়ার্টার ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে ব্যবসায়ী নজরুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেন। আবেদনে জানানো হয়, ব্যবসায়ী আরিফিন আজাদ বাদল, বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও আলমগীর মিলে নজরুলের কাছে মোটা অংকের অর্থ দাবি করে। টাকা না পেয়ে গেলো ১৭ জুন নজরুলের বাড়িতে হামলা চালায় তারা। এসময় ঘরে থাকা ব্যবসায়িক নথিপত্র, জমি ও ফ্ল্যাটের গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায় তারা।























