ধর্ষণ ও নিপীড়ন বন্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজে নারীর নিরাপত্তা ও সচেতনতা বাড়ানো দরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
কেবল আইন করে নয়, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজে নারীর নিরাপত্তা ও সচেতনতা বাড়ানো দরকার বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।
নারীর প্রতি সব ধরনের নিপীড়নের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা আরো বলেন, ধর্ষকরা যাতে কোনোভাবে রাজনৈতিক প্রশ্রয় না পায়, সেটিও নিশ্চিত করতে হবে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


















