তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
																
								
							
                                - আপডেট সময় : ০৬:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
 - / ১৫৮৮ বার পড়া হয়েছে
 
তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার এক যুগপূর্তির দিনেই সেশনজট নিরসন, অনলাইন ক্লাস চালু ও ফল প্রকাশের দাবিতে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছে বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ফাইনাল পরীক্ষা গত বছরের ডিসেম্বরে শেষ হয়। এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। চার বছরের অনার্স কোর্স সাত বছরেও শেষ করতে পারছেনা তারা। করোনার সময়ে অন্যান্য বিভাগ অনলাইন ক্লাস শুরু করাসহ ফলাফল প্রকাশ করলেও তাদের বিভাগের শিক্ষকেরা কোন পদক্ষেপ নেয়নি। শিক্ষকদের দলাদলি ও সমন্বয়হীনতার কারণে সেশনজটে পড়তে হচ্ছে তাদের। এ সময় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান তারা।
																			
																		













