পানি কমার সাথে সাথেই আবার রুদ্ররুপ ধারন করেছে সিরাজগঞ্জের যমুনা
- আপডেট সময় : ০২:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫১৭ বার পড়া হয়েছে
পানি কমার সাথে সাথেই আবার রুদ্ররুপ ধারন করেছে সিরাজগঞ্জের যমুনা। সদর উপজেলার পাঁচঠাকুরী এবং এনায়েতপুরে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন। মুহুর্তেই সব হারিয়ে পথে বসছে নদী তীরের মানুষ। ইতিমধ্যে দুই অঞ্চলের অন্তত দেড় শতাধিক পরিবার রাক্ষুসী যমুনা’য় সর্বস্ব খুইয়ে মানবেতর জীবনযাপন করছে। এছাড়াও, ভাঙ্গনের হুমকিতে রয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ শতশত পরিবার। পানি উন্নয়ন বোর্ড সময় মতো কাজ না করায় বারবার ভাঙ্গনের শিকার হচ্ছে বলে ক্ষোভ জানায়, ক্ষতিগ্রস্থরা। জরুরি প্রতিরক্ষামূলক কাজের পাশাপশি শুষ্ক মৌসুমে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা।
টানা তিন মাস বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই, ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে পড়েছে যমুনা পাড়ের মানুষ। মাত্র এক সপ্তাহের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী এবং এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ও বামন গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার সর্বস্ব খুইয়ে মানবেতর জীবনযাপন করছে। এছাড়াও, ভাঙ্গনের হুমকিতে রয়েছে অনেক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ শতশত ঘর-বাড়ি।
বাঁধের সঠিক রক্ষণাবেক্ষণ না করায়, যমুনার করাল গ্রাসে চলে যাচ্ছে সব কিছু। এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করেছে ক্ষতিগ্রস্থরা। তাদের তাৎক্ষনিক সহায়তার পাশাপশি স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্থানীয় লোকজন এবং জনপ্রতিনিধিরা।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙ্গন এলাকায় অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ চলছে। এছাড়াও নদী ভাঙ্গন রোধে প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন পেলে শুষ্ক মৌসুমেই স্থায়ী কাজ করা হবে। শুধু আশ্বাস নয়, স্থাপনা ও জানমাল রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে, জেলাবাসী।