বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা আজ টানা ৬ষ্ঠ দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা আজ টানা ৬ষ্ঠ দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হবে। আজ সাক্ষ্য মামলায় ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি সাক্ষ্য দিবেন।
আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ২৫ আসামির ২২ জনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছে। গত ১৫ই সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর মধ্যে তিনজন পলাতক, আর ২২ আসামি কারাগারে। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।