দেশ প্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সদস্যের প্রতি আহবান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
দেশ প্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সদস্যের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেনাবাহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরো বলেন, সরকার একুশ শতকের ভূ-রাজনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী সেনাবাহিনী গঠনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি করাই আওয়ামী লীগের লক্ষ্য। সেই পথ ধরেই কাজ করছে বর্তমান সরকার। দেশের কোন মানুষ ভূমিহীন থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী।























