এবার পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
এবার পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা। এর আগে পদত্যাগ করেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির।
রোববার সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন মুরাদ রেজা। গণমাধ্যমকে তিনি জানান, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে কী কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। এ বিষয়ে তিনি জানান, একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।