ডা. সাবরীনা এবং তার স্বামীসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৬২৬ বার পড়া হয়েছে
করোনার সনদ জালিয়াতির মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফ চৌধুরী এবং তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ।
গেল ২০শে আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামানের আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। গত ৫ই আগস্ট ভুয়া করোনার রিপোর্ট দেয়ার অভিযোগে সাবরীনা চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় ডিএমপি। অভিযোগপত্রে বলা হয়, করোনার সনদ জালিয়াতিতে প্রধান ভূমিকা পালন করেন জেকেজির সাবরিনা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী। মামলার অপর ছয় আসামি হলেন: জেকেজির সমন্বয়ক সাঈদ চৌধুরী, সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম ও জেবুন্নেসা।















