স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মইনুর রহমান নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোদন্ডা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মইনুর রহমান কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে ও আশাশুনি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক।আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, মইনুর রহমান শুক্রবার সকালে ওই স্কুল ছাত্রীর বাড়িতে যান। এসময় স্কুল ছাত্রীর মা-বাবা বাইরে থাকায় মইনুর রহমান ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে প্রধান শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে মইনুর রহমানকে গ্রেফতার করেন। আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষকে গ্রেফতার করা হয়েছে।















