চতুর্থ দিনের মতো শাহবাগে অবস্থান কর্মসূচি পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
রাজধানীর শাহবাগে চতুর্থ দিনের মতো ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ ছাত্র সমাজ। এসময় ধর্ষণের ঘটনায় আইনের সংশোধনের দাবি জানান তারা। বিচারহীনতার কারণে এসব ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণ বন্ধ ও আইনের সংশোধনের দাবিতে মানববন্ধন করে জাতীয় ছাত্র সমাজ।
এসময় শিক্ষার্থীরা নারী নির্যাতন ও ধর্ষণের সব ঘটনার দ্রুত বিচার দাবি করেন।সহিংসতায় সরকারের দলীয় নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতার সমালোচনা করেন তারা।
ধর্ষণের ঘটনায় আইনের সংশোধনেরও দাবি তাদের। এদিকে, জাতীয় প্রেসক্লারের সামনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের দাবিতে মানববন্ধন করে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ। দেশজুড়ে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি ।