ধর্ষণ ও মাদক কারবারীদের বিষদাত ভেঙ্গে দেয়া হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ধর্ষণ ও মাদক কারবারীদের বিরোদ্ধে নতুন আইন প্রণয়নে মৃত্যুদন্ডের বিধান করে মৃত্যুদন্ড কার্যকর করা হবে। এ ধরনের অপরাধিদের বিষদাত ভেঙ্গে দেয়া হবে। এমন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড.আকম মোজাম্মেল হক এমপি।
বিকেলে কালিয়াকৈর উপজেলা হলরুমে সারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরোও বলেন, দেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ধর্মীয় স্বাধীনতা যার যার রাষ্ট্র সবার। শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে উদযাপনের সব ব্যবস্থার আশ্বাস দেন মন্ত্রী।