চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক মেডিকেল অফিসার ডা. তনিমা পারভীন রুনার অবহেলায় জবেদা বেগম নামের এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। গেল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে জবেদা হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। প্রথমে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তনিমা পারভীন রুনা সাময়িক চিকিৎসা প্রদান করে বরিশালে রেফার করেন। এর মধ্যে এ্যাম্বুলেন্স আসতে দেরি করলে রোগীর স্বজনরা ফের ওই চিকিৎসকের কাছে গেলে তিনি স্বজনদের সাথে অস্বাদাচারন করেন এবং চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। পরে রোগীর স্বজনরা উত্তেজিত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ওই রোগীকে বরিশালে নেয়ার পথে তিনি মারা যান।