মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করতে হবে।
এ নিয়ে মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ দাবি জানিয়ে তিনি বলেন, নারী ধর্ষণ মামলার বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। জিএম কাদের বলেন, তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সঙ্গে রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে। এ জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বর্তমান পরিস্থিতিতে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুততার সাথে ধর্ষন আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।























