গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার ৩ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার ৩ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ আজ এই রায় দেন।
আসামিরা হলেন- শিবির ক্যাডার আলমগীর, আজম ও তছলিম উদ্দিন মন্টু। ২০০১ সালের ১৬ই নভেম্বর শিবির ক্যাডাররা গোপাল কৃষ্ণ মুহুরীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। ওই হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন তোলে। ফটিকছড়িতে নিজেদের আধিপত্য বিস্তারের জেরে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকেও হত্যা করে শিবির ক্যাডাররা। ২০০৩ সালে চট্টগ্রামের একটি আদালত চারজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন দণ্ড দেন। পরে হাইকোর্ট ২০০৬ সালে ৩রা জনের মৃত্যুদণ্ড বহাল রাখে।



















