সৌদি যাত্রীদের দ্রুত ফেরত পাঠাতে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ২৬০ জন যাত্রী পরিবহনের সিদ্ধান্ত শিথিল
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সৌদি যাত্রীদের দ্রুত ফেরত পাঠাতে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ২৬০ জন যাত্রী পরিবহনের সিদ্ধান্ত শিথিল করেছে সিভিল এভিয়েশন। বড় আকারের বিমানে আসনসংখ্যা বেশি হলেও করোনার কারণে ঢাকা থেকে ২৬০ জন যাত্রী পরিবহন করা বাধ্যতামূলক ছিলো।
সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং বিজনেস ক্লাসের একটি আসন ছাড়া সব আসনে যাত্রী পরিবহন করা যাবে। এ সিদ্ধান্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সাউদিয়া এয়ারলাইন্সের ক্ষেত্রে প্রযোজ্য। আশা করা হচ্ছে, সৌদি আরবগামী ফ্লাইটে আসন সংখ্যা বাড়ানোর কারণে সে দেশে ফেরত যাওয়ার অনুমতি পাওয়া সব যাত্রী পরিবহনের অনিশ্চয়তা দূর হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে চার্জ ছাড়া আসন বরাদ্দ করছে।




















