৬ মাস পর আজ বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
প্রায় ৬ মাস পর আজ বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা। জেলাগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ নানা বিষয় উঠে আসবে সভায়। অওয়ামী লীগের নেতারা জানান, সীমিত পরিসরে আবারও দলীয় কার্যক্রম শুরুর ব্যাপারে আসতে পারে প্রয়োজনীয় নির্দেশনা।
সবশেষ গেলো ৯ই মার্চ গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা। এরপর করোনা মহামারী শুরু হলে দীর্ঘমেয়াদী ছুটিতে ত্রাণ নিয়ে দূর্গত মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা, তাতে স্থবির হয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। গত ২৫শে সেপ্টেম্বর এক অনুষ্ঠানে নির্বাহী সংসদের আজকের বৈঠকের কথা জানা যায়। এবারের বৈঠকের আলোচনায় থাকছে বিভিন্ন দিবসভিত্তিক কর্মসূচি নির্ধারণ, বিভিন্ন জেলার কমিটি পূর্ণাঙ্গ করা, উপকমিটিগুলো চুড়ান্তসহ বিভিন্ন বিষয়। কার্যনির্বাহী সংসদের সকল সদস্যের করোনা পরীক্ষার ফলাফল দেখেই বৈঠকে প্রবেশ করতে দেয়া হবে ।