তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সামুদ্রিক সীমানা এবং জ্বালানি সম্পদ নিয়ে গ্রিসের সঙ্গে বিবাদের জেরে উসকানি ও বল প্রয়োগের অভিযোগে তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন ।
পূর্ব ভূমধ্যসাগরে একতরফা পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য আঙ্কারাকে প্রতি আহ্বানও জানিয়েছেন ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। শুক্রবার ব্রাসেলসে ইইউ নেতাদের সঙ্গে এক বৈঠককালে এমন হুমকি দেন তিনি। চলতি বছরের শুরুতে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত একটি এলাকায় তেল ও গ্যাস খনির খোঁজে একটি গবেষণা জাহাজ পাঠানোর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। ভন ডার লেয়েন বলেন , তুরস্কের সঙ্গে একটি ইতিবাচন ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ইউরোপীয় ইউনিয়ন।