ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
‘সংঘাত নয়, সম্প্রীতি’– এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ নামের একটি সংগঠনের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শান্তি পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে শেষ হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ও মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এদিকে, “সংঘাত নয় সম্প্রীতি” শ্লোগানে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পি.এফ.জি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে মেহেরপুরের গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকন উপস্থিত ছিলেন। পি.এফ.জি’র উপজেলা সভাপতি আব্দুর রশিদের নেতৃত্বে সকালে গাংনী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন হয়।