আইপিএলের চলতি মৌসুমে দ্বিতীয় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স

- আপডেট সময় : ০৩:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–আইপিএলের চলতি মৌসুমে দ্বিতীয় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। সমান চতুর্থ ম্যাচে তৃতীয় হার পাঞ্জাবের।
আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে শূন্য রানে ভাঙে মুম্বাইয়ের ওপেনিং জুটি। কটরেলের শিকার হয়ে ফেরেন কুইন্টন ডি কক। এরপর সূর্যকুমার যাদবকে নিয়ে ২১ রানের জুটি গড়েন রোহিত শর্মা। সূর্য ১০ করে আউট হলেও অর্ধশতক তুলে নেন রোহিত। করেন ইনিংস সর্বোচ্চ ৭০ রান। শেষের দিকে, ম্যাচ সেরা পোলার্ডের ৪৭ আর হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৩০ রানে ৪ উইকেটে ১৯১ রানে থামে মুম্বাই। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রান করে পাঞ্জাব। সর্বোচ্চ ৪৪ করেছেন নিকোলাস পুরান। মায়াঙ্ক আগারওয়ালের অবদান ২৫। ২২ রানে অপরাজিত ছিলেন কৃষ্ণাপা গৌতম। দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, রাহুল চাহার ও জেমস প্যাটিনসন। আজ একমাত্র ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।