রাজশাহীতে গির্জায় কিশোরীকে ধর্ষণের বিচারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রাজশাহীতে গির্জায় কিশোরীকে ধর্ষণের বিচারসহ পাবনা, গাইবান্ধা, গোপালগঞ্জ ও পটুয়াখালীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে।
রাজশাহীর তানোরে গির্জায় কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেফতার ফাদার প্রদীপের সর্বোচ্চ শাস্তি এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ। সকালে নগরীর জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের প্রতি কটুক্তি ও শিষ্টাচার বর্হিভুত আচরণের প্রতিবাদে পাবনার ঈশ্বরদী উপজেলার মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
গাইবান্ধার নলডাঙ্গায় পুলিশ হত্যা ও নাশকতা মামলার আসামি জামায়াত নেতা আবুল কাশেমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করার প্রতিবাদে নলডাঙ্গা শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।
গোপালগঞ্জে দেশব্যাপী যৌন হয়রানী ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পিস ওয়াল্ড ফাউন্ডেশনের আয়োজনে এ মানববন্ধন হয়।
পটুয়াখালীতে শামীম বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এবং আব্বাস হত্যা মামলার সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারে দাবিতে দুপুরে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।