সাতক্ষীরায় বোমা ও পরিত্যক্ত পাইপগান উদ্ধার, যুবক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলায় পুলিশের আলাদা অভিযানে দু’টি বোমা ও পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি পাইপগানসহ শাহরিয়ার এনাম কিংসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত শাহরিয়ার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের এনামুল হকের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম জানান, তালা উপজেলার ডুমুরিয়া গ্রামের জাফরের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। অপর দিকে, আশাশুনি উপজেলার গদাইপুর এলাকা থেকে বোমাসহ শাহরিয়ার এনাম কিংসান নামের ওই যুবককে আটক করে, জেলা গোয়েন্দা পুলিশ।
























