মহানগরীতে অবৈধ মটর চালিত রিক্সা চললে কঠোর ব্যবস্থার হুঁসিয়ারি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
মহানগরীতে অবৈধ মটর চালিত রিক্সা চললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
দুপুরে ৪৩নং ওয়ার্ডের লালকুঠি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় মেয়র বলেন, ইঞ্জিন মোটর চালিত এসব অযান্ত্রিক বাহন নিষিদ্ধ ঘোষণা হয়েছে জানিয়ে তিনি বলেন তারা স্বপ্রণোদিত হয়ে এগুলো বন্ধ না করে, তাহলে সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথাও বলেন তিনি। তাপস বলেন, লালকুঠি, নর্থব্রুক হল ঐতিহ্যবাহী স্থাপনা। ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করব, সে লক্ষ্যে লালকুটিকে আমরা পুনরুদ্ধার করতে চাই। লালকুঠি পুনরুদ্ধারে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছি। সে কার্যক্রমের অংশ হিসেবে সরেজমিনে এই লালকুঠি পরিদর্শন।
























