আইপিএলের নতুন মৌসুমে প্রথম জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ
- আপডেট সময় : ০২:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের নতুন মৌসুমে প্রথম জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে ১৫ রানে। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬২ রান করে সানরাইজার্স। জবাবে ১৩৮ রানে থামে দিল্লির ইনিংস।
আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে সানরাইজার্স। ব্যক্তিগত ৪৫ রানে ডেভিড ওয়ার্নারের বিদায়ে ভাঙে ৭৭ রানের জুটি। তবে, ফিফটি তুলে নেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো। ব্যক্তিগত ৫৩ রানে রাজঘরে ফেরেন তিনি। শেষের দিকে শন উইলিয়ামসনের ৪১ রানে ৪ উইকেটে ১৬২ রান তোলে হায়দরাবাদ। জবাব দিতে নেমে রশিদ খান ও ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি দিল্লি ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৪ রান করেন শিখর ধাওয়ান। রশিদ খান ৩ আর ভুবনেশ্বরের শিকার ২ উইকেট। এদিকে, আজ একমাত্র ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।















