২৮ বছর পর আজ দেয়া হলো বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়

- আপডেট সময় : ০২:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
২৮ বছর পর আজ দেয়া হলো বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়। সব আসামিদের বেকসুর খালাস দিয়ে রায়ে বলা হয়েছে এই ঘটনা পূর্ব পরিকল্পিত ছিলো না।
রায় ঘোষণা করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। হাইপ্রোফাইল এই মামলায় অভিযুক্তদের তালিকায় আছেন লালকৃষ্ণ আদভানী, মুরলী মনোহর জোশীসহ ৪৯ জনের নাম। আজ আদভানীসহ সব অভিযুক্তকেই আদালতে হাজির থাকার নির্দেশ দেয়া হলেও আদভানী, জোশী, উমা ভারতী, কল্যাণ সিং ও মহন্ত নৃত্যগোপাল দাস কেউ আদালতে যাননি। এর মধ্যে উমা ভারতী করোনা আক্রান্ত। তবে বিচার চলাকালীন সময়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর কর সেবকদের হাতে ধ্বংস হয়ে যায় অযোধ্যার বাবরি মসজিদ। সেই ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয়। একটি বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ, অপরটি প্ররোচনার। ২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট দু’টি মামলা জুড়ে দেয়। শুনানির জন্য লখনউতে এক বিশেষ আদালত গঠন করা হয়। বিচার চলাকালীন মোট ৩৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।