জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
করোনার মাস্ক কেলেঙ্কারির ঘটনায় জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে দুপুরে দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে।
আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে রিমান্ড আবেদন জানায় দুদক। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এন-৯৫ মাস্কের মোড়কে ভুয়া মাস্ক সরবরাহ করার অভিযোগে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান। করোনা মোকাবিলায় এন নাইনটি ফাইভ মাস্ক কিনতে সরকার একশো কোটি টাকা বরাদ্দ করে।