আইপিএলে আবারও সুপার ওভার রোমাঞ্চ
- আপডেট সময় : ০৩:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আইপিএলে আবারও সুপার ওভার রোমাঞ্চ। এবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সুপার ওভারে রোহিত শর্মাদের দেয়া ৮ রানের টার্গেট তাড়া করে জয় পায় কোহলির দল।
তার আগে, দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০১ রান করে বেঙ্গালুরু। ৫৫ রানে অপরাজিত ছিলেন ম্যাচসেরা এবি ডি ভিলিয়ার্স। দুই ওপেনার দেবদূত পাডিকেল ৫৪ এবং অ্যারন ফিঞ্চের উইলো থেকে আসে ৫২ রান। ২ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২০১ রান করে মুম্বাই। শেষ ওভারের পঞ্চম বলে ৯৯ রানে সাফঘরে ফেরেন ঈশান কিশান। এছাড়া শেষ বলে চার মেরে ম্যাচ টাই করা কাইরন পোলার্ড অপরাজিত ছিলেন ৬০ রানে। দুই উইকেট নিয়েছেন ইসুরু উদানা। সুপার ওভারের রোমাঞ্চে ম্যাচ জিতে, চলতি আসরে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেল বেঙ্গালুরু। এদিকে, আজ একমাত্র ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ।



















