সৌদি প্রবাসী বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়ছে

- আপডেট সময় : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে সৌদি সরকার প্রবাসী বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়ানোর আশ্বাস দিয়েছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া বিমানের ফ্লাইট বাড়ানোর ব্যাপারেও সম্মত হয়েছে সৌদি আরব। অন্যদিকে বিদেশের শ্রমবাজারের বাংলাদেশীদের কী অবস্থা, সে সম্পর্কে বিশদ তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।
পরে সভার বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সৌদিসহ বিভিন্ন দেশে প্রবাসীদের যাত্রা নিয়ে বিভিন্ন সংকট বিষয়ে আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ব্যাখ্যা দেন।
এছাড়া মন্ত্রিপরিষদের আগামী বৈঠকেই এ সংক্রান্ত বিশদ প্রতিবেদন জমা দিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ আইন ২০২০-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় কমিটি। যেখানে খসড়া আইন অনুযায়ী, মেট্রোপলিটন এলাকায় মেডিকেল ও ডেন্টাল কলেজ স্থাপনে দুই একর ও অন্যান্য এলাকায় চার একর জমি থাকতে হবে বলে আইন করা হয়।