আইপিএলের ১৩তম আসরে প্রথম জয় পেল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স

- আপডেট সময় : ১২:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আইপিএলের ১৩তম আসরে প্রথম জয় পেল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হেসে খেলেই হারিয়ে দিলেন দীনেশ কার্তিকরা।
শনিবার রাতে আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআরকে ১৪৩ রানের সহজ লক্ষ্য ছুঁড়ে দেয় হায়দরাবাদ। সেই রান তাড়া করতে নেমে দারুণ উপভোগ্য এক ইনিংস খেলেন কেকেআরের তরুণ তুর্কি শুভমান গিল। ৬২ বলে তার অপরাজিত ৭০ রানের ইনিংসের ওপর ভর করে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কেকেআর।
অন্যদিকে, ৩ বাউন্ডারি ও ২ ছক্কার মারে ২৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন মরগ্যান। মূলত সানরাইজার্সের বোলারদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছেন তিনি। সানরাইজার্সের হয়ে খলিল আহমেদ, টি নটরাজন ও রশিদ খান নেন ১টি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মনিশ পান্ডের হাফসেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সানরাইজার্স। অসি হার্ডহিটার ওয়ার্নার করেন ৩৬ এবং ঋদ্ধিমান সাহা করেন ৩০ রান।