বাবা-মায়ের সাথে অভিমান করে লাশ হয়ে বাড়িতে ফিরলো সবুজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বাবা-মায়ের সাথে অভিমান করে বন্ধুকে সাথে নিয়ে ঢাকায় গিয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের নির্যাতনের শিকার হয়ে ২ দিন পর লাশ হয়ে বাড়িতে ফিরলো সবুজ নামের এক কিশোর।
পুলিশ জানায়, গেল মঙ্গলবার রাতে লালমনিরহাট শহরের কাজী কলোনী এলাকার মেহের আলীর কিশোর ছেলে সবুজ ও ফজলে হকের ছেলে জাহেদুল অভিমান করে বাড়িতে না বলে ঢাকা যায়। রাত ২টার দিকে অজ্ঞাত এক যুবক তাদের হোটেলে খাওয়ার কথা বলে একটি ভবনে আটকে রেখে গ্রামের বাড়িতে ফোন দিয়ে ২০ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে নির্যাতনে সবুজ মারা গেলে পালিয়ে যায় দূর্বত্তরা। এরপর আশুলিয়া থানা সবুজের মরদেহ উদ্ধার করে। অপর কিশোর জাহেদুল প্রচন্ড অসুস্থ্য অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।















