চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে শহরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে সকাল ১১ টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যায় ট্রেনটি। নারায়ণগঞ্জ শহরের ২ নং রেল গেইট এলাকায় পৌঁছালে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানিয়েছেন, ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকায় খবর দেয়া হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার কাজ শেষ হতে সন্ধ্যা গড়িয়ে যাবে ঢাকা নারায়ণগঞ্জ রুটে ১৬ জোড়া ট্রেন চলাচল করে।