নুরুল হক নুরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ ও বরিশালে মানববন্ধন করেছে ছাত্র অধিকার পরিষদ।
ময়মনসিংহে নুরসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে পুলিশ পাহারায়। দুপুরে ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্র অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা আবুল বাশার, উপদেষ্টা ঝুনু রঞ্জন দাসসহ অন্যরা।
একই দাবিতে বরিশাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ।