স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে টেকনাফে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ তৈয়ব নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক নীলা ইউনিয়নের রঙ্গিখালী গ্রামের বাসিন্দা।
গেলো রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত তৈয়ব ও তার ভাই জাকের একটি দোকানে আড্ডা দেয়ার সময় একদল দুর্বৃত্ত আকস্মিক গুলি চালায়। এতে ঘটনাস্থলে তৈয়ব নিহত হয়।স্থানীয়দের অভিযোগ, কিছু রোহিঙ্গা এবং স্থানীয় লোকজনের মধ্যে দু’টি গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এলাকায় নানা অপরাধে জড়িত বেশ কয়েকটি গ্রুপ দীর্ঘদিন ধরে পাহাড়ি জমি দখল-জবরদখল এবং নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘঠিত করে আসছে।























