শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৭৯২ বার পড়া হয়েছে
ক্যাবল টিভি গ্রাহকরা পছন্দমতো পরিসেবা পাবেন– এ লক্ষ্যে শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। এর ফলে জেলার প্রায় ৪০ হাজার গ্রাহক নিখুঁত ছবি দেখতে পারবেন।
দুপুরে শেরপুর টাউন হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। পরে শহরের তেরা বাজারে জেলা ক্যাবল ফিড মালিক সমিতির কার্যালয়ে ডিজিটাল কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়। শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের আওতায় সিলভার, গোল্ড ও প্লাটিনাম নামে তিনটি পরিসেবা এখন থেকে চালু থাকবে।