করোনা মহামারীর এই সময়ে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
করোনা মহামারীর এই সময়ে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই আলম চৌধুরী। এসময় তিনি বলেন, বিএনপি নেতারা করোনাকালে শুধু বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন।
পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে আসন্ন উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: লতিফ মোল্লার নাম ঘোষণা করেন তিনি।

 
																			 
																		























