ইউএনও’র ওপর হামলার দায় স্বীকার করেনি আসামি রবিউল
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৭০৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও’র ওপর হামলার দায় স্বীকার করেনি মামলার আসামি রবিউল। দুপুরে আদালতে জবানবন্দী দিতে বললে সে অস্বীকৃতি জানায়।
তৃতীয় দফায় আবারো তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে রবিউলকে। বৃহস্পতিবার দুপুরে ছয়দিনের রিমান্ড শেষে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আঞ্জুমান আরা বেগমের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় জবানবন্দি গ্রহণের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে বিচারকের খাস কামরায় তার জবানবন্দি নেয়ার ব্যবস্থা করা হয়।

 
																			 
																		















