আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আন্দোলনের হুমকি না দিয়ে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা দেখিয়ে বেগম খালেদা জিয়াকে প্রায় এক বছর জামিনের মেয়াদ বাড়িয়েছেন, বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে একথা বলেন আওয়ামী লীগ নেতা।
সমসাময়িক বিষয়ে সচিবালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এসময় তিনি বিএনপিকে আন্দোলনের চিন্তা থেকে সরে আসার আহ্বান জানান।
এসময় তিনি বেগম খালেদা জিয়ার দুই দফা জামিন নিয়ে প্রধানমন্ত্রীর মানবিকতার বিষয়টি তুলে ধরেন।
ওবায়দুল কাদের বলেন, শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ আঘাত হানতে পারে তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।