যমুনা ও ব্রহ্মপূত্র নদের করাল গ্রাসে বিলীন শত শত একর জমি আর বাস্তভিটা

- আপডেট সময় : ০২:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জামালপুরে যমুনা ও ব্রহ্মপূত্র নদের করাল গ্রাসে বিলীন হয়েছে শত শত একর জমি আর বসতভিটা। এতে সব কিছু হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। সম্প্রতি ৪ দফা বন্যা শেষ হতেই দেখা দিয়েছে নদী ভাঙ্গন । তবে নদী ভাঙ্গন ঠেকাতে খুব শিঘ্রই প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
টানা ৪ দফা বন্যার পানি নেমে যাবার পর এবার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর, কাউনেরচর, গুচ্ছগ্রাম, বেপারীপাড়া, সরকারপাড়া, শেখপাড়ার ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনে বিলীন হওয়ার পথে হাজারো একর ফসলি জমি ও শত শত বসতভিটা ।এরই মধ্যে আবাদি জমি ও বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকে । দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের ও ৬ নং ওয়ার্ডের অধিকাংশ ৭ নং ওয়ার্ডের পুরোটাই বিলীন হয়েছে। প্রতি বছর নদী ভাঙ্গনে বসতবাড়ী-আবাদি জমি বিলীন হলেও প্রতিকারের কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে ভাঙ্গন কবলিতদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই ব্রহ্মপুত্র নদীর তীরে বাঁধ নির্মানের দাবী জানিয়েছে ভুক্তভোগীরা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে।দ্রুত ভাঙন রোধে বাঁধ দিয়ে স্থায়ী সমাধানের ব্যবস্থা করবে কতৃর্পক্ষ এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।