ইউএনওর ওপর হামলা মামলায় গ্রেফতার রবিউলকে আদালতে নেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিতে আদালতে নেয়া হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলা মামলায় গ্রেফতার রবিউলকে।
আজ ছয়দিনের রিমান্ড শেষ হওয়ায় তাকে আদালতে নেয়ার কথা রয়েছে। ঘটনায় সে জড়িত রয়েছে বলে গেলো সপ্তাহে সাংবাদিকদের জানিয়েছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি। সেই একমাত্র পরিকল্পনাকারী ও হামলাকারী। আক্রোশ থেকেই এই ঘটনা ঘটিয়েছে সে। তার দেওয়া তথ্যমতে হামলায় ব্যবহৃত হাতুড়ি, লাঠি, মই, চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। তার পরনের প্যান্ট, হাতের ছাপসহ মোবাইলের লোকেশনের তথ্য আলামত হিসেবে ঢাকায় পাঠানো হয়েছে। এসব আলামত বিচারকাজে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ।
















