দেশের সকল কারাগারে হঠাৎ করেই সতর্কতা জারি

- আপডেট সময় : ০১:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দেশের সকল কারাগারে হঠাৎ করেই সতর্কতা জারি করেছে কারা কর্তৃপক্ষ।
দেশের কারাগারগুলোতে নিরাপত্তা আরো জোরদার ও সবোচ্চ সতর্ক অবস্থায় থাকতে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। একই সঙ্গে এসব কারাগারে থাকা বন্দি শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও বিভিন্ন ভয়ংকর অপরাধীদের ওপর নজরদারি কঠোরের নির্দেশও দেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে টেলিফোনে ও উড়ো চিঠিতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা জঙ্গিসহ ভয়ংকর অপরাধীদের ছিনিয়ে নেয়ার বেশ কয়েকটি হুমকির পরই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এরই মধ্যে কারাগার থেকে বন্দি পালানোর ঘটনা ঘটেছে। চিঠি পেয়ে ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানিয়েছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে ৮ সদস্যের স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছ। যেখানে একজন ডেপুটি জেলার, একজন প্রধান কারারক্ষী ও পাঁচজন কারারক্ষী রয়েছে।