চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরের মানুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরের মানুষ। মারপিট, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে প্রায়ই। মিলছেনা কোনো প্রতিকার। নিরাপত্তা বাড়াতে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে, স্থানীয়রা।
প্রতিবছরই বন্যায় বিপর্যস্ত হয় বগুড়ার যমুনার চরাঞ্চলের মানুষ। তার উপর প্রায়ই হচ্ছে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ। এ নিয়ে উদ্বিগ্ন চরাঞ্চলের মানুষ। জেলার সারিয়াকান্দি উপজেলার বারোটি ইউনিয়নের বেশিরভাগই যমুনা নদীর চর। সোনাতলা ও ধুনট উপজেলার বেশ কিছু এলাকাও চর। এ সব চরে দ্রুতগামী নৌকা নিয়ে প্রায়ই হানা দিচ্ছে জলদস্যুরা। চরাঞ্চলে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি দীর্ঘদিনের। এর আগে উদ্যোগ নেয়া হলেও বাস্তবায়ন হয়নি।হাজার হাজার চরবাসীর নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দরকার বলে মনে করেন, স্থানীয়রা।