ইউএনও ওয়াহিদার বাবার হাত-পা অবশ হয়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের হাত-পা অবশ হয়ে গেছে। তবে ওয়াহিদার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি ডান হাত নাড়তে পারছেন।
ওমর আলীর শারীরিক অবস্থা ভালো নয়। তার চার হাত-পা অবশ হয়ে আছে। এ ছাড়া তার মেরুদণ্ডেও আঘাত রয়েছে। রোববার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে তিনি ভর্তি আছেন। ওমর আলীর জন্য হাসপাতালের নিউরো ট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক আবদুস সালামকে প্রধান করে ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে, ওয়াহিদার ডান পা এখনো অবশ হয়ে আছে। ফিজিওথেরাপিতে তার ডান পা স্বাভাবিক হবে বলে আশা করছেন চিকিৎসকরা।























