গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দু’জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বেলা ১২টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামের ধান ক্ষেতের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ঐ ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল ১০টায় উপজেলার বাদেমাজু গ্রামের কালিতলার মাঠ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে কালিতলায় স্থানীয়রা একটি বট গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।