বিউটি মন্ডলের আত্মহনন প্ররোচনা মামলায় অভিযুক্ত মৃত্যুঞ্জয় গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় আলোচিত কিশোরী বিউটি মন্ডল আত্মহননের মামলায় অভিযুক্ত একমাত্র আসামী বখাটে যুবক মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তার করেছে খেশরা পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গত বুধবার স্থানীয় বখাটে যুবক মৃত্যুঞ্জয় কতৃক তীব্র বখাটেপনায় আত্মহননে প্রাণ হারায় সদ্য এসএসসি পাস করা বিউটি মন্ডল নামের কিশোরী। এ ঘটনায় পরদিন তার কাকা দিপংকর মন্ডল বাদি হয়ে থানায় মামলা করে। এরপর তালা থানা পুলিশ আসামী আটকের জন্য তৎপর হয়। খেশরা ফাঁড়ি পুলিশও একই নির্দেশনায় মাঠে নেমে পড়ে। এ অবস্থায় আত্মগোপনে থাকা পলাতক মৃত্যুঞ্জয়কে খেশরা এলাকা থেকে সকাল সাড়ে দশটায় গ্রেপ্তার করে। এসময় তার চুলের কাটিং পরিবর্তন করা অবস্থায় পাওয়া যায়। আসামীকে তালা থানায় হস্তান্তর করা হয়েছে।