সাভার সরকারী কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাভার সরকারী কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলেজের অর্ধশত শিক্ষক-কর্মচারী।
দুপুরে কলেজের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সহকারী শিক্ষক রনি আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাকরী স্থায়ীকরণ না হওয়ায় বাদ পড়ার আশংকায় ভুগছেন কলেজের অন্তত ৩৬ জন শিক্ষক-কর্মচারী। ৬ থেকে ১০ বছরের বেশী সময় ধরে কর্মরত থাকার পরও স্থায়ীকরণের তালিকায় নিজেদের নাম না থাকায় সংশ্লিষ্টদের উদাসীনতাকেই দায়ী করে উদ্বেগ প্রকাশ করেন তারা। চাকরী স্থায়ীকরণের জন্য নিয়োগ বোর্ড গঠন করে দুই বছরের মধ্যে নিয়োগ দেয়ার কথা থাকলেও তা হয়নি। সংবাদ সস্মেলনে অবিলম্বে চাকরী স্থায়ীকরণের দাবি জানানো হয়।