৬৮ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ৫৩ জন কারচুপির সাথে জড়িত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় ৬৮ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ৫৩ জন কারচুপির সাথে জড়িত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত করা হয়েছে।
দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাকালে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান উপহার প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন। পরে, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম ৪৫ জন খেলোয়াড়দের মাঝে এসব অনুদানের চেক তুলে দেন।