সাইবার ক্রাইম দমনে রাজশাহীতে শিগগিরই আলাদা ইউনিট গঠন করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
সাইবার ক্রাইম দমনে রাজশাহীতে শিগগিরই আলাদা ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অপরাধের সঙ্গে প্রযুক্তি ব্যবহার বাড়ছে উল্লেখ করে আবু কলাম সিদ্দিক বলেন, সেইভাবেই উন্নত প্রযুক্তির সহায়তা নিয়ে বর্তমানে কাজ করছে পুলিশ। এসময় আরএমপির নবনিযুক্ত কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।