মেজর সিনহা হত্যা মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যা মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
সকালে রাজধানীর তোপখানায় জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় সিনহা হত্যা মামলায় কক্সবাজারের এসপিকে আদালতে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচ করায় এর সমালোচনা করে তিনি। এসময় তিনি অভিযোগ করে বলেন, নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরনের ঘটনায় সরকারি সংস্থাগুলো পাল্টাপাল্টি দোষারোপ করছে। করোনা প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনাকে চুরি বলে ভিন্নখাতে নেয়ারও প্রতিবাদ করেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেশে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান মাহমুদুর রহমান মান্না।