প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশের অভিযোগে একজন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে পাবনার চাটমোহর থেকে শাহাদৎ হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শাহাদৎ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেন। বিষয়টি স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের নজরে আসলে তারা থানা পুলিশকে জানায়। গেল বৃহস্পতিবার রাতে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী বাজার থেকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহাদৎ হোসেনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।






















